নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// ই-স্বাস্থ্য হেলথ কার্ডের মাধ্যমে বিশেষ ধরনের সেবা দিতে শুরু করেছে ডক্টরোলা ডট কম। এই কার্ড গ্রহণকারীরা এখন থেকে ফোনে চিকিৎসকের পরামর্শসহ, অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তারের সাক্ষাৎকারের সেবা পাবেন।
এতে ফোনে সপ্তাহে ৭ দিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ এসএমএস বা ইমেইলের মাধ্যমে পরামর্শ পাবেন। ই-স্বাস্থ্য কার্ডের গ্রাহকেরা টেস্টসহ বিভিন্ন সেবায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। কার্ডের মূল্য ২০০ টাকা । এর মেয়াদ ৬ মাস। ডক্টরোলার সাইট http://ift.tt/2EyMMn9 sastho/ থেকে এটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া