বিশ্বখ্যাত স্মার্টফোনগুলোর হুবহু ক্নোন অর্থাৎ নকল তৈরি করতে চীনে বেনামী প্রচুর নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে । যারা খুব সল্প খরচে অবিকল আসল স্মার্টফোনের মতো তৈরি করতে পারে ।আর সেই স্মার্টফোনের মতো হলেও, সেগুলো কমদামি যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয় এবং দামেও সস্তা।
জনপ্রিয় বেঞ্চমার্ক প্রতিষ্ঠান আনটুটু সম্প্রতি ২০১৭ সালের শেষে চমকপ্রদ একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চমকপ্রদ একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যান দেখা গেছে, ২.৬৪ শতাংশ ফোন ক্লোন অর্থাৎ নকল ফোন ছিল।

সর্বোচ্চ নকলের শিকার হওয়ার ১০টি স্মার্টফোনের তালিকায় দেখা গেছে, ৬টি স্মার্টফোনই স্যামসাংয়ের। আনটুটুর পরিসংখ্যান অনুযায়ী, বাজারে সবচেয়ে বেশি নকল করা হয়েছে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া