মোবাইলফোন প্রস্তুতকারী সংস্থা হুয়াওয়ে ‘অনর ৯ লাইট’ নামে একটি অত্যাধুনিক স্মার্টফোন নিয়ে এসেছে। বুধবার মাত্র ১০,৯৯৯ টাকায় চার ক্যামেরাওয়ালা ফোন ভারতে লঞ্চ করে হুয়াওয়ে। এই ফোনে চারটি ক্যামেরা ছাড়াও রয়েছে ১৮:৯ এজ-টু-এজ ডিসপ্লে ও অ্যানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম চালিত।
ভারতের বাজারে এর আগেও চার ক্যামেরাওয়ালা ফোন লঞ্চ করেছিল হুয়াওয়ে। তবে এতো সল্প মুল্যে দুর্ধর্ষ ফিচার ফোন বাজারে আর নাই। অনর ৯ লাইট-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। জোড়া ক্যামেরা দিয়ে যেমন এসএলআরের মতো ছবি তোলা যাবে তেমনই তোলা যাবে (১০৮০)পিক্সেল এইচডি ভিডিও। ফেস ডিটেকশন অটো ফোকাস প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরাদু’টি। ফ্রন্ট ফেসিং জোড়া ক্যামেরা যেমন জেস্টার চিনতে পারে তেমনই তা দিয়ে তোলা যায় প্যানোরমা সেলফি।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া