বিডিনগের সপ্তম সম্মেলন শুরু

নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি//   বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের প্রকৌশলীদের আরো যুগোপযুগী করে তুলতে রাজধানী ঢাকায় শনিবার থেকে শুরু হয়েছে বিডিনগের সপ্তম সম্মেলন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর ডিরেক্টর জেনারেল পল উইলসন।

এসময় আরও উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর ডিরেক্টর জেনারেল কর্নেল মো. মুস্তাফা কামাল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক।

পল উইলসন তার বক্তব্যে বাংলাদেশের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে বিডিনগ সম্মেলনের ভুমিকার কথা উল্লেখ করে বলেন, ‘বিডিনগের প্রথম সম্মেলনে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছে। আজকে বিডিনগের সপ্তম সম্মেলনে এসে আমি বাংলাদেশে বিডিনগের কার্যক্রমের গুরুত্ব বুঝতে পারছি। বিডিনগ সম্মেলনের অনেক অংশগ্রহণকারীকে আমরা এখন নিয়মিত আন্তর্জাতিক বিভিন্ন কারিগরি সম্মেলনে প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসাবে দেখতে পাই। আমি মনে করি বিডিনগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলীদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।’

বিটিআরসি এর ডিরেক্টর জেনারেল কর্নেল মো. মুস্তাফা কামাল জানান,  আইএসপিএবি ও নেটওয়ার্ক প্রকৌশলীদের প্রয়োজনীয় পলিসি সার্পোট এর জন্য বিটিআরসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

আইএসপিএবি সাধারণ সম্পাদক এমদাদুল হক বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারের সার্বিক তুলে ধরেন।

বিডিওএসএন সাধারণ সম্পাদক মুনির হাসান ‘রিডিং দ্য মাইন্ড অব দ্য ফিউচার’ শীর্ষক বক্তব্যে ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।  এর আগে স্বাগত বক্তব্যে বিডিনগ সভাপতি রাশেদ আমি বিদ্যুৎ বিডিনগ সম্মেলনের অগ্রগতি সবার সামনে তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির ও নেপাল নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (এনপিনগ) এর সভাপতি সামিত জানা।

উল্লেখ্য, ১৯ থেকে ২২ নভেম্বর এমপিএলএস এবং লিনাক্স সিস অ্যাডমিন ও ডিএনএসসেক এর উপর কর্মশালা অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনের সহ-আয়োজক হিসাবে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)।

টেকজুমটিভি/এমআইজে


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on  বিডিনগের সপ্তম সম্মেলন শুরু on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: