নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// ‘ফাইলস গো’ নামে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ উন্মোচন করেছে গুগল। গুগলের এই অ্যাপটির সাহায্যে সহজেই ফোন থেকে ফাইল আদান-প্রদান করা যাবে।
‘ফাইলস গো অ্যাপটির সাহায্যে যেকোন ফাইল খুব দ্রুততার সাথে ইন্টারনেট সংযোগ ছাড়াই অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফাইলগুলি প্রেরণ ও গ্রহণ করাতে পারবেন । অ্যাপটি এখনো পরীক্ষামূলক ভাবে প্লে স্টোরে রয়েছে বলে জানিয়েছে গুগল।
অ্যাপটি গুগল প্লে স্টোরে থেকে নামিয়ে ইন্সটল করে ফোনে থাকা যে কোনো ফাইল দ্রুত আরেকটি ফোনে পাঠানো যাবে তবে সেক্ষেত্রে উভয় ফোনেই অ্যাপটি ইন্সটল করা থাকতে হবে। অ্যাপটির আরো আকর্ষণীয় বিষয় হলো সবচেয়ে বড় আকৃতি ফাইল, ক্র্যাশ ফাইলের পাশাপাশি ফোল্ডার আকৃতিতে মেমোরি কার্ড ও ইন্টারনাল স্টোরেজে থাকা ফাইলগুলো প্রদর্শিত হবে।এবং ডিভাইসে মেমোরি সংক্রান্ত সকল তথ্য নোটিফিকেশন দিয়ে অ্যাপটি তা জানিয়ে দেবে। এছাড়া ৩০ দিন ব্যবহার করা হয়নি এমন অ্যাপগুলো সম্পর্কেও জানাবে অ্যাপটি। অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার একদিনের মধ্যেই ১ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া