চীনের ট্রান্সশান হোলিং ব্যান্ডের ইনফিনিক্স তাদের নতুন ফ্ল্যাগশীপ স্মার্টফোন আনছে। এটির মডেল ‘ইনফিনিক্স জিরো ৫’। ক্যামেরার উপর ফোকাস দিয়েই তৈরি হবে ফোনটি। আগামী ১৪ নভেম্বর ডুবাইয়ের একটি ইভেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা ফোনটি। ফোনটি ভারতের বাজারেও পাওয়া যাবে।
সংবাদ সংস্থা আইএএনএস প্রতিবেদন অনুয়ায়ি, নতুন এ ফোনটিতে থাকবে এজ টু এজ ডিসপ্লে ও ডুয়েল সেটআপ ক্যামেরা থাকবে। যার মূল্য অবশ্যই বিশ হাজারের নিচে থাকবে।
ফোনটিতে ৬জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে। মাইক্রো এসডি কার্ড দিয়ে আরও স্পেস বাড়ানো যাবেও বলেও জানা যায়।
নতুন ফোনটি হবে জিরো সিরিজের। এর আগে নোট ও হট সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ে ট্রান্সশান। ফাস্ট চার্জি প্রযুক্তিসহ অনেক বিশেষ ফিচার কম মূল্যে পাওয়া যায় বলেও ইনফিনিক্সের সুনাম রয়েছে।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া