তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কারণ খুব সহজে ম্যাসেজ করা ক্ষেত্রে এর জুড়ি নেই ফেসবুকের মালিকাধীন এই প্রতিষ্ঠানটির। তবে অনেক সময় আপনাকে অন্য কেউ ম্যাসেজ পাঠাতে না পারে বা আপনার উপর বিরক্ত হয়ে ব্লক করে দিতে পারে।
কিভাবে জানবেন কেউ আপনাকে ব্লক মেরেছে কি না? আসুন আজ আমরা টেকজুম ডটটিভির পাঠকদের জন্য তা সেই টিপস তুলে ধরব;
প্রথমত কেউ যে আপনাকে ব্লক করে দিয়েছে তাঁর প্রোফাইল পিকচারটি আপনি আর দেখতে পাবেন না। তারপরে যে কোনও মেসেজই পাঠান না কেন, কখনওই তা ডবল টিক হবে না। সিঙ্গল টিক হয়েই থাকবে।
এরপরে লক্ষ্য লাখবেন কোনও ব্যক্তি যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকে, তা হলে তাঁকে আর অডিও বা ভিডিও কল করতে পারবেন না।
আরেকটি নিয়ম বলি যদি কেউ আপনাকে ব্লক করে দেয়, তাঁর ‘লাস্ট সিন’ দেখতে পাবেন না আপনি। শুধু তাই নয়, সে অনলাইন থাকলেও আপনাকে দেখাবে না। এভাবে খুব সহজেই বুঝে ফেলবেন কেউ আপনাকে ব্লক করেছে কি না?
টেকজুম ডটটিভি/৮অক্টোবর/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া