তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুম ডটটিভি// বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রের হ্যান্ডসেট ব্র্যান্ড জেনারেল মোবাইল। বাংলাদেশের অনলাইন শপিং সাইট দারাজ ডট কমডটবিডি’র মাধ্যমে বিক্রি হবে এই ফোন।
বৃহস্পতিবার(১২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জেনারেল মোবাইল কোম্পানি স্থানীয় পার্টনার দারাজের সঙ্গে বাংলাদেশের বাজারে ফোন দুইটি অবমুক্ত করে।
জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠার পর ২০১৫ সালে তুর্কিতে ব্যাপক জনপ্রিয়তা পায় জেনারেল মোবাইল। যার ফলে এখন এর মূল অপারেশন পরিচালিত হয় তুর্কি থেকেই।
ফোন দুইটির মডেল জিএম ফাইভ এবং জিএম সিক্স। আজ থেকে ফোন দুইটি কেনার জন্য প্রি-অর্ডার করা যাবে। জিএম ফাইভ মিলবে ৯ হাজার ৯৯৯ টাকায়। অন্যদিকে জিএম সিক্স কেনা যাবে ১৩ হাজার ৯৯৯ টাকায়।
মধ্যম ঘরানার ফোন জিএম ফাইভ প্লাস ফোনটিতে আছে ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০ বাই ৭২০ পিক্সেল। এতে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ারের নন-রিমুভেবল ব্যাটারি। ফোনটিতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে।
অন্যদিকে জিএম সিক্স ফোনটিতে আছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। সঙ্গে আছে ২.৫ ডি কার্ভড স্ক্রিন। ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি রয়েছে। এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৩ জিবি র্যামের এই ফোনটিতে ১.৫ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর রয়েছে।
জেনারেল মোবাইলৈর চেয়ারম্যান সেবাহাতিন ইয়ামানা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ জয় করে জেনারেল মোবাইল এখন বাংলাদেশে। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম। যা ব্যাটারিকে বাঁচিয়ে ফোনটিকে করবে আরও কর্মক্ষম।’
দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, দারাজের মাধ্যমে জেনারেল মোবাইলের পথ চলাকে স্বাগতম জানাই। তবে দেশের বাজারে দারাজ শুধু ই-কমার্স ব্যবসাই করছে না। ই-কমার্স খাতের উন্নতির জন্যও কাজ করে। গ্রাহকরা যাতে ভালো মানের পণ্য পায় দারাজ সব সময়ই তার দিকে লক্ষ রাখে।
জেনারেল মোবাইলের আপটার সেলস সার্ভিসের দিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে যাত্রা শুরু করা আগেই ৯টি সার্ভিস সেন্টার করা হয়েছে। পর্যায়ক্রমে আরো সারাদেশব্যাপী আরও ২০টি সার্ভিস সেন্টার করা হবে।
টেকজুম ডটটিভি/১২ অক্টোবর/এস
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া