স্মার্টফোনের ধারণ ক্ষমতা বাড়াতে ক্লাউড স্টোরেজ সুবিধা নিয়ে দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড উই বাজারে এনেছে সাশ্রয়ী মূল্যের বিভিন্ন মডেলের স্মার্টফোন। সারাবিশ্বে বর্তমানে ক্লাউড সেবা বেশ জনপ্রিয়তা যাচ্ছে। অনলাইনে স্টোরেজ সুবিধার জন্য চমৎকার এরুপ সেবা দিচ্ছে গুগল, অ্যাপল, মাইক্রোসফটের মত প্রতিষ্ঠান। বাংলাদেশে ‘আমরা কোম্পানীজ’ নিজেদের ‘উই স্মার্ট সল্যুশনস’-এর আওতায় স্মার্টফোনের সঙ্গে ক্লাউড স্টোরেজ সেবা দিচ্ছে।
উই এক্স৩
অ্যানড্রয়েড ৭.০ নোগাট চালিত ফোনটিতে রয়েছে১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর । ৫.৫ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটির রেজল্যুশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল। ১৭১.৫ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব ৮.৯ মিলিমিটার। ৩ গিগাবাইট র্যামের এই ফোনের স্থায়ী ধারণক্ষমতা ৩২ গিগাবাইট। চাইলে বাড়তি মেমোরি কার্ড লাগিয়ে বাড়ানো যাবে ১২৮ গিগাবাইট পর্যন্ত। ছবি তোলার জন্য পেছনে আছে দুটি ক্যামেরা—১৩ ও ২ মেগাপিক্সেলের। সেলফি তোলার জন্য সামনের ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের। ৩ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, টাইপ সি ইউএসবি, জিপিএস ইত্যাদি সুবিধা।
দাম : ১৪ হাজার ৯৯০ টাকা।
উই ভি১
ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম। দ্রুত ও পরিবর্তনশীল দৃষ্টিনন্দন থিম, ক্যামেরা সেটিংস, কন্টাক্ট লিস্টসহ বেশ কয়েকটি ফিচার কাস্টোমাইজ করা যাবে স্মার্ট ডিভাইসটিতে। ‘উই ভি১’-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটি৬৫৮২এম মডেলের ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর । আছে ৫০০ মেগাহার্টজের মালি ৪০০ মডেলের জিপিইউ আছে স্মার্টফোনটিতে। ১ গিগাবাইট র্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল স্পেস।২ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়িাম-পলিমার নন-রিমুভেবল ব্যাটারি।
দাম : ৮ হাজার ৫০০ টাকা
উই বি২
বি২ ফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ৩ গিগাবাইট র্যাম এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ছবি তোলার জন্য সামনে রয়েছে ৮ এবং পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ১.২ গিগাবাইট কোয়াড কোর প্রসেসর রয়েছে ফোনটিতে।
দাম :৯ হাজার ৭৯০ টাকা
উই এক্স২
এক্স২ ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ৩ গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ছবি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল এবং পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ১ দশমিক ৩ গিগাবাইট কোয়াড কোর প্রসেসর রয়েছে এই হ্যান্ডসেটে ।
দাম :১২ হাজার ৯৯০ টাকা
উই এক্স১
অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম । পাঁচ ইঞ্চির এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি । ৭২০ী১২৮০ রেজ্যুলেশনের স্ক্রীণের পিক্সেল পার ডেনসিটি (পিপিআই) ২৯৪।১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
অত্যাধুনিক স্যামসাং সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা । ২গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল স্পেস রয়েছে এই ফোনে ।
দাম : ১৮,৬০০ টাকা
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া