তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুম ডটটিভি// গ্রামীণফোনের সাথে অতি সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মাহিন গ্রুপ। এর আওতায় মাহিন গ্রুপের ১২০০ কর্মী টনিক এর স্বাস্থ সেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তিটি স্বাক্ষর করেন টেলিনর হেলথ এর চিফ এক্সিকিউটিভ অফিসার সাজিদ রহমান এবং মাহিন গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন মাহিন গ্রুপ এর ফাইন্যান্স ডিরেক্টর এ এইচ এম মোজাম্মেল হক এবং টেলিনর হেলথ এর চিফ অপারেশন্স অ্যান্ড পারফরমেন্স অফিসার অ্যান্ড্রু স্মিথ, হেড অফ পার্টনারশিপ অ্যান্ড বিটুবি, আহমেদ তুহিন রেজা এবং এম ডি বাকী বিল্লাহ, জেনারেল ম্যানেজার, হেড অফ বিসনেস সেলস, গ্রামীনফোন।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া