তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// চীনের স্মার্টফোন ব্র্যান্ড শাওমি একের পর এক চমক আনছে। মার্কেটে এখন চলছে শাওমির এমআই ৬ এর রাজস্ব। এর রেস কাটতে না কাটতেই নতুন আরো একটি ফোন নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এটির মডেল শাওমি এমআই ৬সি। নতুন এ ফোনের স্পেসিফিকেশনসহ ছবি অনলাইনে ফাঁস হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রযুক্তি ওযেবসাইট গ্যাজেটস এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে।
যেখান থেকে জানা যায়, শাওমির নতুন এ ফোনটি দুটি ভার্সনে পাওয়া যাবে। একটি ৪জিবি। অন্যটি ৬জিবি।
বিস্তারিত আসছে…………..
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া