তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// সাশ্রয়ি দামে ফিচার ফোন বাজরে ছেড়েছে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড (ডিসিএল) এটির মডেল ডি১০। দেশের বাজারে এর মূল্য ধারা হয়েছে ১ হাজার ৫০ টাকা।
দেখতে খুব স্লিম ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে। যাতে ১৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি কালো, সোনালি, ধূসর কালো রঙে পাওয়া যাবে।
ফোনটির ডিসপ্লে ২.৪ ইঞ্চি। ক্যামেরায় রয়েছে ০.৩ মেগাপিক্সেলের। ডুয়েলসিমের সুবিধার ফোনটিতে ৩২ মেগাবাইটের ইন্টারনাল মোমোরি রয়েছে। মইক্রোএসডি কার্ড দিয়ে চাইলেই বাড়িয়ে নেওয়া যবে। এছাড়াও এফএম, এমপিফোর, এমপিথ্রি রয়েছে। রযেছে অন্ধকারের বন্ধু টর্চ লাইট।
ফোনটি ২ বছরের বিক্রোয়ত্ব সেবা দিয়ে বিক্রি করছে ড্যাফোডিল কম্পিউটারস।
টেকজুমড ডটটিভি/৭আগস্ট/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া