তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুম ডটটিভি: দেশের আইটি পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটারর্স লিমিটেড ধানমন্ডিতে তাদের ৬ষ্ঠ ব্রাঞ্চের উদ্বোধন করেছে। যেখানে প্রতিষ্ঠানের পণ্য ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের পণ্যও বিক্রি করা হবে। উদ্বোধন উপলক্ষে শো-রুমটিতে চলছে নগদ অর্থ ছাড়সহ আকর্ষণীয় উপহার।
জানা যায়, সাধ্যের মধ্যে সাশ্রয়ী মোবাইল-এ শ্লোগান নিয়ে বাজারে আস ডিসিএল মোবাইল অনেক শক্তিশালী ব্যাটারির ফোন এনে ইতিমধ্যে সবার দৃষ্টি কেড়েছে। এরই ধারাবাহিকতায় আরো বেশি ব্যবহারকারিদের আকর্ষণীয় করতে ডি১০, ডি২০ ডি১০ স্টাইলিস্ট, সি১০, ফিচার ফোনে অফার দেওয়া হয়েছে। যা এই ব্র্যাঞ্চ থেকে কিনলে মিলবে আকর্ষণীয় উপহার।
এছড়াও এল১০, এল২০ এবং এল ৩০ স্মার্টফোনে রয়েছে নগদ অর্থ ছাড়। যেখানে ৫০০ থেকে ২০০০টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে নতুন উদ্বোধন হওয়া শাখাটি।
এ প্রসঙ্গে ডিসিএল মোবাইলের বিজনেস হেড মো. তৌফিকুল ইসলাম টেকজুমকে বলেন, ‘ফিচার ফোনগুলিসহ সব আকর্ষণীয় মডেলগুলোতে অফার চলছে। এ অফার চলবে ২২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। এছাড়াও আরো যে ব্র্যাঞ্চগুলো রয়েছে আইডিবি, বনানী, যমুনা, চট্টগ্রাম ও কলাবাগানে সে শাখাগুলো তা এ অফারের আওতামুক্ত থাকবে। এটি শুধু ধানমন্ডি শাখার জন্যই প্রযোয্য হবে।’
টেকজুম ডটটিভি/২৪আগস্ট/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া