তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// এশিয়ার টেলিযোগাযোগ বাজারে এক উদ্ভাবনী মোবাইল ডেটা রোমিং ক্যাম্পেইন ‘জাস্ট গো’ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। অফারটির আওতায় রবি গ্রাহকরা ভারত, মালয়শিয়া, সিঙ্গাপুর, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ক্যাম্বোডিয়া ভ্রমণের সময় দৈনিক ৯৯ টাকায় আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন। গত ১৭ অগাস্ট থেকে তিনমাসব্যাপী এ ক্যাম্পেইনটি শুরু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রবি।
বর্তমান ও নতুন পোস্টপেইড গ্রাহক যারা অন্য কোনো রোমিং প্ল্যান ব্যবহার করছেন তারা *১২৩*৮*২*৩# কোডটি ডায়াল করে অথবা রবি ওয়াক-ইন-সেন্টারের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে এ অফারটি গ্রহণ করতে পারবেন। ভারত, মালয়শিয়া, সিঙ্গাপুর, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ক্যাম্বোডিয়ার ক্ষেত্রে ভয়েস ও এসএমএস রেট অপরিবর্তিত থাকবে।
গ্রাহকরা *১২৩*১০০*১১# কোডটি ডায়াল করে তাদের গ্রহণ করা রোমিং সেবা ও অফার সম্পর্কে জানতে পারবেন। অফারটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং শুধু দেশের বাইরে ডেটা ব্যবহারের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে।
টেকজুম ডটটিভি/২১ আগস্ট/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া