বিশেষ প্রতিনিধি, টেকজুম ডটটিভি// প্রকাশ্যে সাউন্ড বক্স বসিয়ে জানান দিয়ে বিক্রি করছে দক্ষিণ কোরিয়ান শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্যামসাং-এর মেমেরি কার্ড। আসেন দেখেন, চেক করে নিবেন, না দেখে কেউ নিবেন না, মেলা উপলক্ষে ছাড় চলছে এসব চটকদারি কথা বলে সবার সামনেই এসব নকল মেমোরি কার্ড বিক্রি হচ্ছে। আসন্ন ঈদকে সামনে রেখে দেশের প্রযুক্তি বাজারে এসব নকল মেমোরি কার্ড বিক্রি হচ্ছে। এ মেমোরি কার্ড কিনে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা।
সোমবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরে এসব চিত্র দেখা গেছে।
রাজধানীর শাহবাগ, মৎস ভবনের সামনে, পল্টন, জিরো পয়েন্টের মোড়, গুলিস্তানের পাতাল মার্কেটে প্রবেশ মুখেসহ আশেপাশের এলাকা, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, শনিআখড়ায় ছোট বক্স ব্যবহার করে এব মেমোরি কার্ড বিক্রি করতে দেখা গেছে। এছাড়াও ফার্মগেট, শ্যামলি, মহাখালিতে এমন চিত্র দেখা গেছে।
এ প্রসঙ্গে কথা হয় বিক্রিতা কামালের সাথে। তিনি বলেন, ‘আপনি চেক করে নেন। কোন প্রকার ফালতু কথা বলবেন না। সব আসল মেমোরি কার্ড। ফোন বের করেন চেক করে দিচ্ছি। এখানে বিভিন্ন দামের মেমোরি কার্ড আছে। তার মধ্যে স্যামসাংয়ের ১৬ জিবি র্যামের মেমোরি ৩০০ টাকা, ৩২ জিবি মেমোরি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।’
ক্রেতা আসিফ টেকজুককে জানায়, আমি গুলিস্তান থেকে ৩০০ টাকায় ১৬ জিবি র্যামের একটা মেমোরি কিনি। ওখানে চেক করেছি ওকে। কিন্তু পরবর্তিতে দেখি কার্ডের গায়ে ১৬জিবি লেখা থাকলেও এটি আসলে ৪জিবির। অনেক ক্ষেত্রে এর তথ্য ধারণ ক্ষমতা কম দেখাচ্ছে।’
প্রযুক্তি সরবরাহ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) জেনারেল ম্যানেজার মুজাহিদ আল বিরুনী সুজন টেকজুমকে বলেন, ‘এগুলো আসলে অরিজিনাল পণ্য নয়। চায়না থেকে স্যামাসং এর নাম লিখে নিয়ে আসে। এ মোমোরিতে কখনেই কোন ওয়ােরেন্টি থাকে না। এ সমস্ত কাজ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এসব করছে।’
মাঝে মাঝে সরকারিভাবে অভিযান হলে এগুলো বন্ধ হতো জানিয়ে বলেন, আসলে এগুলো কারা করে আমরা জানি না। তবে বাজারে শুধু স্যামসাং নয় অনেক পণ্যের নকল বেরিয়েছে। এমনও দেখা যায় আইফোনও পাওয়া যায় ২০ হাজার টাকায়।
টেকজুম ডটটিভি/২১আগস্ট/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া