তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুম ডটটিভি// ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, রবি-এয়ারটেল একীভূতকরণের ক্ষেত্রে গ্রাহক ও অপারেটর উভয়ের স্বার্থ রক্ষা করতে পেরেছি বলে আমরা আনন্দিত। এর ফলে বাজারে একটি সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে আমরা বর্তমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে এ বার্তা পৌঁছে দিতে পেরেছি যে, বাংলাদেশ তাদের বিনিয়োগের সঠিক ঠিকানা।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লাইসেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় একীভূতকণের ঘটনাটি টেলিযোগাযোগ খাতে হয়েছে বলে আমরা আনন্দিত। একীভূতকরণ প্রক্রিয়ার স্বচ্ছতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসনেরই প্রতিচ্ছবি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রবি-এয়াটেল একিভূত হওয়ায় আমাদের বিশ্বাস, একীভূত কোম্পানি রবি আরো বিনিয়োগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তায়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সেক্রেটারি-ইন-চার্জ, এডিশনাল সেক্রেটারি সাইফুল ইসলাম এবং বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, অবঃসহ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(টেকজুম ডটটিভি/২৯জুলাই/এসআর)
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া