তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// ২০ মেগাপিক্সেলের সেলফি ফোন এনেছে চীনা হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। ফোনটির মডেল জিওনি এ ওয়ান প্লাস। এই ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বাজারে তাদের অবস্থানকে দৃঢ় করতেই তারা বতর্মান ট্রেন্ড সেলফিকে বেছে নিয়েছে বলে ধারণা করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। ফোনটির রিয়ার ক্যামেরায় আছে ১৩ এবং ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটি দেশের বাজারে এ মুহুর্তে পাওয়া যাবে না। তবে এটি অনেক অপেক্ষার পরে ভারতের বাজারে এলো।
জিওনির নতুন এ ফোনটিতে আছে, ৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। যার রেজুলেশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল।
ডুয়েল সিমের এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি২৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আছে ৪ জিবি র্যাম। রম আছে ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এই ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ২৬ হাজার ৯৯৯টাকায়। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটি কালো ও সোনালি রঙে পাওয়া যাবে।
কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়েছে ফোরটি ভোল্ট, ডুয়েল ব্র্যান্ড ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন। ফোনটিতে ওটিজি সমর্থন করবে। এছাড়াও রয়েছে ৪ হাজার ৫৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এটির ওজন ২২৬ গ্রাম।
টেকজুম ডটটিভি/২৯জুলাই/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া