যেকোন ফাইল থেকে খুব সহজে রূপান্তর করুন পিডিএফ-এ

পিডিএফ ফরম্যাট এর ডকুমেন্ট দরকার হতে পারে যখন তখন। অনেকে ঝামেলায় পড়ে যান।
সহজে যেকোন ফাইল থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করার কয়েকটি পদ্ধতি শেয়ার করছি যেন প্রয়োজনের সময় কাজে লাগে।

খুব সংক্ষেপে লিখছি

১ম পদ্ধতি :
NovaPDF/dopdf Printer
ডাউনলোড লিন্ক
 ১। অনলাইন/ওয়েব ইনস্টলার
 ২। স্ট্যান্ড অ্যালোন ভার্শন
 ৩। সফটপিডিয়া

ডাউনলোড করে ইনস্টল করুন। MS Office যেকোন ভার্শন এ লিখা doc/docx/ppt/pptx ইত্যাদি ওপেন করে প্রিন্ট বাটন চাপুন।
 

dopdf Printer সিলেক্ট করুন। save location সিলেক্ট করুন। ব্যাস পিডিএফ তৈরী। ২য় পদ্ধতি : OFFICE 2013 এর Save As অপশনে গিয়ে দেখতে পাবেন PDF ফরম্যাট দেয়াই আছে।


৩য় পদ্ধতি : OFFICE 2013 যাদের নেই অথবা ইনস্টল করার ইচ্ছা নেই তারা OFFICE 2007 থেকে ২য় পদ্ধতির মতই কাজ করুন শুধু একটা অ্যাডঅন লাগিয়ে নিতে হবে।


ডাউনলোড লিন্ক

১। Microsoft Save as PDF or XPS 
ডাউনলোড স্টেপ : Download >No thanks and continue  
২। এত কস্ট করতে না চাইলে ডাইরেক্ট লিন্ক
৩। Microsoft Save as PDF or XPS 1.0


ঝটপট কাজ সেরে ফেলুন। এই পোষ্টের উপযোগীতাঃ কোথায় কখন কাজে লাগাবেন-
১. ওয়েব ব্রাউজার থেকে সরাসরি প্রিন্ট।
২. যেকোন লিখিত ডকুমেন্ট সংরক্ষণ করা।
৩. ইমেজ, XLS, XPS ইত্যাদি থেকে পিডিএফ।
৪. ইমেইল পাঠানোর সময় দ্রুত পিডিএফ ফাইলে রুপান্তর।
Thank you for reading this article on যেকোন ফাইল থেকে খুব সহজে রূপান্তর করুন পিডিএফ-এ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: