গুগলের সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’ আগামী ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১১ সালে গুগল প্লাসের যাত্রা শুরু পর দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’ জনপ্রিয় করার চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। তবে তাতে সফল না হয়ে শেষ পর্যন্ত তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
বন্ধ হওয়ার আগে থেকেই গুগল প্লাস ব্যবহারকারীরা ৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে আর নতুন কোনো প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না।
গ্রাহক যদি গুগল প্লাস অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো ওয়েবসাইট বা অ্যাপে সাইন-ইন করে থাকেন তবে সে বাটনগুলোও খুব দ্রুতই সরানো শুরু হবে।
তবে গুগল প্লাস বন্ধ হয়ে গেলেও গুগল ফটোতে ব্যাকআপ হিসেবে রাখা ছবি ও ভিডিও মুছে যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
The post ২এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল প্লাস appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া