বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৮এস । এই ক্যামেরার ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নীচে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে ইনফিনিটি-ও ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে ট্রিপল রিয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
স্যামসাং গ্যালাক্সি এ৬এস ও স্যামসাং গ্যালাক্সি এ৯এস লঞ্চ ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি এ৮এস ফোনের ঝলক প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সেই ছবিতে ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা ডিসপ্লে দেখা গিয়েছে। এর নীচেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা।
ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ক্যামেরা থাকবে। তবে এক রিপোর্টে জানানো হয়েছে বাইরে থেকে ডিসপ্লের মাঝে এই ক্যামেরা দেখা যাবে।
এছাড়াও এক রিওপোর্টে জানা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৮এস ফোনের পিছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। স্যামসাং এ৭(২০১৮) ফোনেও একই ক্যামেরা ব্যবহাএ হয়েছে। গ্যালাক্সি এ৮এস ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
The post অবাক করা ডিসপ্লে ও ট্রিপল রিয়াল ক্যামেরাসহ আসছে নতুন ফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া