নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// নির্বাচন বাতিলের খবরে বেসিস সদস্যদের মধ্যে চলছে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ। মঙ্গলবার (২৭ মার্চ) বিকলে কাওরান বাজারস্থ বিডিবিএল ভবনে সংগঠনটির কার্যালয়ে সদস্যরা জড়ো হয়ে এই ঘটনার জবাব চাইছেন এবং নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীসহ শতাধিক সদস্য কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিবাদমূখর হয়ে পরেন।
এ সময় উপস্থিত দিদারুল আলম সানি বলেন, ৩১ মার্চ তারিখেই নির্বাচন চাই। সদস্যদের ভোটাধিকার নিয়ে এমনটা হতে পারে না। ফাহিম মাসরুর বলেন, বেসিস নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ভোটাধিকার প্রয়োগে বাধা তৈরি করা হচ্ছে। যেকোনো ভাবে নির্বাচন হতে হবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন বাতিল করে নতুন পুন:তফশিল ঘোষণার নির্দেশ মঙ্গলবার বিকালে জানাজানি হওয়ার পর সাধারণ সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এবারের নির্বাচনে জনপ্রিয় ফেসবুকে বেসিস সদস্য ও প্রার্থীরা স্ট্যাটাসে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করতে থাকেন। সঙ্গে তারা আহবান জানাতে থাকেন বেসিসে জড়ো হয়ে প্রতিবাদ জানানোর।
ভিডিও দেখতে ক্লিক করুন:
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর জানিয়েছেন, বেসিস নির্বাচন নিয়ে ডিটিও থেকে পাওয়া চিঠি অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। আমাদের বেসিস পরিবারের পরিবেশ নষ্ট করার জন্য এই চিঠি উদ্দেশ্যপ্রণদিত। জরুরী বোর্ড সভা ডাকা হয়েছে আজ বিকেল ৫টায়। আইনী পরামর্শের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতি দ্রুত এই সমস্যার সমাধান করতে পারবো বলে আমার বিশ্বাস।
এ প্রসঙ্গে বেসিস সদস্য ফাহিম তানভির আহমেদ ফেসবুকে লিখেছেন, হতাশ, বিক্ষুব্ধ, মর্মাহত, আপমানিত। তিনি আরও লিখেছেন, মনে পড়ে না এমন হতাশ শেষ বার কবে হয়েছি। এটা একটা নীচ এবং নোংরা ষড়যন্ত্র । আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়ার এই ধরনের শঠতা সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রতিহত করতে হবে। এটা যদি আমরা না করি, সুবিধাবাদী স্বার্থান্বেষীদের হাতে চিরদিনের জন্য সব হারাবো আমরা।
ফাহিম মাসরুর ফেসবুকে লিখেছেন, একটি ইন্ডাস্ট্রি আর বেসিসের মতো যৌথ সংগঠন করতে হাজারো উদ্যোক্তার ভালোবাসা আর ত্যাগ লাগে। আর একে ধ্বংস করতে লাগে মাত্র একজন স্বার্থপর, কুচক্রী মানুষ। ষড়যন্ত্র করে বেসিসের নির্বাচন পিছিয়ে, নির্বাচনকে ঠেকিয়ে দিয়ে, মেম্বারদের গণতান্ত্রিক অধিকার হরণ করে সেটিই প্রমান হলো।
রাসেল টি আহম্মেদ জানিয়েছেন, বেসিস নির্বাচনে সুস্থতার জয় কামনা করে লিখেছিলাম। এখন দেখছি, প্রাণের বেসিসে ক্যান্সারের বীজ বপন করার পাঁয়তারা চলছে। আসুন, সবাই মিলে প্রতিবাদ জানাই, প্রতিহত করি হঠকারিতা। এখন নয়তো কখনোই নয়।
তামজিদ সিদ্দিক স্পন্দন জানান, বহুল প্রত্যাশিত বেসিসের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তটি হতাশাজনক। সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে বোর্ডকে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।
আসাদুজ্জামান আসাদ লিখেছেন, ৩৪ জন প্রার্থী, ৯ জনের কার্যনির্বাহী পরিষদ, আরও হাজার সদস্যকে না জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কি আবেদন করেছিল? আর সেই আবেদনটি নির্বাচন সুষ্ঠ না হওয়ার মত কি আছে, চলুন খুঁজে দেখি। আবার চলুন এও দেখি আবেদনকারী ১১ জনকে BASIS এর হাজার সদস্য কিভাবে দেখে, কিভাবে চিনে, তাদের পরিচয় কি, তাদের আসল উদ্দেশ্য কি ??
সেই সাথে বর্তমান নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় আজ, আর বর্তমান কার্যনির্বাহী পরিষদ কি জবাব দেয়।
যদি কোন পরিচালক আজ অনুপস্থিত থাকেন, তাহলে তিনি কে? যে আজ অনুপস্থিত থাকবেন কারণে বা অকারণে, সে কি চায় খুঁজে দেখতে বেশি সময় লাগবেনা।
এর জবাব দিতে আমাদের বেশি সময় লাগবেনা।
জাহিদ আলম লিখেছেন, বেসিস শুধু ১১ জনের নয়, দেশের ১১০০ আইটি প্রতিষ্ঠানের সংগঠন। মাত্র ১% সদস্যের অযোগ্যতা মেনে নেয়ার জবাব ডিটিও এবং ষড়যন্ত্রকারীকে দিতে হবে।
আসুন, উন্নয়নের স্বার্থে ‘ঐক্যবদ্ধ’ হই।
শোয়েব আহমেদ মাসুদ লিখেছেন, বহুল প্রত্যাশিত বেসিসের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তটি হতাশাজনক। সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে বোর্ডকে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।
যে বা যারা এই কাজটি পিছনে রয়েছে তারা অবশ্যই বেসিস ও ইন্ডাস্ট্রির শত্রু। ইতোমধ্যে সাধারন সদস্যদের একটি গ্রুপ বেসিস অফিসে অবস্থানের ঘোষনা দিয়েছেন বলে জানা গেছে।
The post নির্বাচন বাতিলের খবরে প্রতিবাদমূখর বেসিস appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া