নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন, ই-বুক ও মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩নভেম্বর) সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের আগে মাননীয় প্রধানমন্ত্রী বইটির মোড়ক উন্মোচন, বইটির ই-বুক এবং বইয়ের মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।
মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলকের পরিকল্পনা ও পৃষ্টপোষণায় এই বইটি সংকলিত হয়।
এই বইয়ে জাতির পিতা কর্তৃক প্রদত্ত ৭ই মার্চের ভাষণ থেকে নির্বাচিত ২৬টি বাক্য নিয়ে তা বিশ্লেষণ করেছেন বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুস্তফা নুরউল ইসলাম, খ্যাতিমান লেখক জনাব আব্দুল গাফফার চৌধুরী, প্রফেসর এমিরিটাস আনিসুজ্জামান, প্রফেসর মুনতাসির মামুন, ঢাবি’র সাবেক উপাচার্য জনাব আ আ ম স আরেফিন সিদ্দিক,শাবি’র অধ্যাপক জনাব মুহম্মদ জাফর ইকবাল, ডা. এস এ মালেক, সেলিনা হোসনেসহ মোট ২৬ জন প্রতিথযশা লেখক-চিন্তাবিদ।
অ্যাপটি ডাউনলোড করতে
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া