দেশের বাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিসম্পন্ন সেলফি এক্সপার্ট ফোন আনল অপো। ফোনটির মডেল অপো এফ৫। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। চার ও ছয় জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে।
৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের এই ফোনটি সেলফিকে প্রধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।আরও রয়েছেমিডিয়াটেক এমটি৬৭৬৩টি মডেলের অক্টাকোর ২.৩ গিগাহার্জের এআরএম প্রসেসর সংযোজন করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে মালি জি৭ওয়ান জিপিইউ। ফোনটিতে অ্যান্ড্রয়েডের সর্বাধুনিক ভার্সন ৭.১.১ ব্যবহার করা হয়েছে। সঙ্গে আছে অপোর নিজস্ব ইউজার ইন্টারফেস কালার ওএস ৩.২।
অপো এফ৫ এর আনবক্সিং রিভিউ ভিডিও সহ
টেকজুম টিভি/এমআইজে
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া