নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// গ্লোবাল এন্ট্রেপ্রেনিউরশীপ উইক উদযাপন করেছে নারীকেন্দ্রিক স্টার্টআপ বেগম।
রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে এন্ট্রেপ্রেনিউরস ডে উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠানটির আয়োজন করে প্রেনিউর ল্যাব।
গ্লোবাল এন্ট্রেপ্রেনিউরশীপ উইক একটি বিশ্বব্যাপী আয়োজন যা পৃথিবীর ১৫০টি দেশে উদযাপিত হয়। এতে অংশ নেন প্রায় ৬০ জন নারী উদ্যোক্তা।
অনুষ্ঠানের প্রথম প্যানেল আলোচনায় অংশ নেন সোসাইটি ফর ইয়ং উইমেন এন্ট্রেপ্রেনিউরস এর ফাউন্ডার ফারহানা নাজনিন, শপ আপের সিইও সিফাত সারওয়ার এবং কুকআপসের সিইও নামিরা হোসেইন। আলোচনায় উঠে আসে কিভাবে ফেসবুক এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নারীরা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
প্যানেলটি মডারেট করেন ‘বেগম অ্যাপ’ এর প্রতিষ্ঠাতা এবং গুগল উইমেন টেকমেকারসের লিড রাখশান্দা রুখাম। এরপর আরও বক্তব্য দেন সংবাদকর্মী তানিয়া রহমান ও ফ্যাশন হাউজ গ্রান্ডিউর এর প্রতিষ্ঠাতা সানজিদা সুলতানা।
রাখশান্দা রুখাম বলেন, ‘দেশের নারীরা ই-কমার্সসহ নানান অনলাইন পেশায় ভাল করছে। কিন্তু এই সংখ্যা খুব কম। আজ আমরা চমৎকার সাড়া পেয়েছি। বেগম ইনিশিয়েটিভ নারীদের জন্য আরও অনেক উদ্যোগ নিয়ে আসবে।’
সিফাত বলেন, ‘অনেক ক্ষেত্রেই দেখা যায় শুধু জড়তার কারণে নারীরা পিছিয়ে যাচ্ছেন। নারীদের এখন অনেক সুযোগ আছে কাজ করার। পিছিয়ে থাকা চলবে না।’
ফারহানা বলেন, ‘ব্যাংকসহ নানান আর্থিক প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তাদের জন্য অনেক ঋণ এর ব্যবস্থা আছে। এই সুযোগগুলো ব্যাপারে জেনে নিয়ে এগুতে হবে। সব শেষে ডিজিটাল মার্কেটিং নিয়ে সেশন নেন ডিজিটাল মিডিয়া প্রশিক্ষক সোয়েব রাজীভ। বেগম নারীদের প্রযুক্তি দিয়ে উন্নয়নের একটি প্ল্যাটফরম। প্রতি মাসে উইমেন এন্ট্রেপ্রেনিউর ডেসহ নানান কার্যক্রম পরিচালনা হচ্ছে। অংশগ্রহণ করতে http://ift.tt/2hpu5bs ঠিকানায় যেতে হবে।’
টেকজুমটিভি/ এমআইজে
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া