অনলাইন ডেস্ক, টেকজুম ডটটিভি// সাইবার অপরাধ ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরিতে ফেনী জেলায় এক সেমিনারের আয়োজন করা হয়। এতে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফেনী চ্যাপ্টার চ্যাম্পিয়নদের নিয়ে শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এই সেমিনারের আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাজী মুস্তাফিজের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন সদস্য সচিব আব্দুল্লাহ হাসান, বীকন মডেল কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল-মামুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ‘প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সাইবার হুমকির বিষয়টি ব্যাপক আকার ধারণ করছে। সচেতনতার মাধ্যমেই সমাজে অর্ধেক পরিমাণ সাইবার অপরাধ কমে যাবে। তাই তৃণমূল পর্যায় থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়া-মহল্লা সবখানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সচেতনতার সঙ্গে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে।’
সেমিনারে সাইবার সচেতনতার নানান দিক নিয়ে আলোচনা করা হয়। এতে শিঘ্রই সংগঠনের ফেনী চ্যাপ্টার কমিটি গঠন বিষয়েও আলোচনা হয়।
টেকজুম টিভি/এমআইজে
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া