আইসিটি মেলায় ওয়ালটন মোবাইলে ৫ শতাংশ ছাড়

মেলা থেকে শাহজালাল রোহান, মিরাজুল ইসলাম জীবন// রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হলো তিন দিনব্যাপী তথ্যপ্রযুক্তির আসর ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’ তে অংশগ্রহণ করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। যেখানে সাশ্রয়ী মূল্য ও কনফিগারেশনের সব ফোন নিয়ে হাজির হয়েছেন তারা। এছাড়াও মেলায় ওয়ালটন মোবাইল কিনলেই পাচ্ছেন ৫ শতাংশ ছাড়।

বুধবার (১৮অক্টোবর) সকালে ওয়ালটনের প্যাভিলিয়ন ঘুরে এসব তথ্য জানা যায়।

জানা যায়, শুধু ছাড়ই নয় ১০ হাজার টাকার উপরে কোন পণ্য কিনলে সর্বনিম্ন ২০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে।

ওয়ালটনের আইটি ম্যানেজার রাজিব খান টেকজুমকে বলেন, এবারের আইসিটি মেলায় ওয়ালটন ২১টি সুদৃশ্য মডেলের মোবাইল ফোনসেট নিয়ে এসেছে। এর মধ্যে স্মার্ট ফোন ১২টি এবং ফিচার ফোনের নয়টি মডেল। যা ক্রেতাদের আকৃষ্ট করবে।’

আইসিটি মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ শফিকুল আলম বলেন, ‘এবারের মেলায় ৯৫০ টাকা থেকে শুরু করে ৩৩ হাজার ৯৯০ টাকা পর্যন্ত দামের মোবাইল ফোন রয়েছে। ফিচার ফোনের মধ্যে Olvio P10 ও Olvio MM13 মডেলের ফোনের ভাল চাহিদা দেখছি। স্মার্ট ফোনের মধ্যে রয়েছে Primo Zx3, Primo N3, Primo H6+ মডেলের ফোন।’

তিনি বলেন, ‘ওয়ালটন পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বেড়েছে। ওয়ালটনের কোনো পণ্য একবার কেউ কিনলে তিনি দ্বিতীয়বার আবারো ওয়ালটনের পণ্য কিনতে আসেন। আমরা ওয়ালটন পণ্য দিয়ে বাংলাদেশেকে বিশ্বে পরিচিত করতে চাই।’

শফিকুল আলম বলেন, ‘মোবাইলের ভার্সন পরিবর্তন হলেও কোনো সমস্যা নেই। নতুন ভার্সনের সাথে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে নেয়া যাবে। নতুন ভার্সনের জন্য আলাদা ফোন কেনা লাগবে না। এছাড়া ওয়ালটন মোবাইলের ক্যামেরা ও র‌্যাম ভাল মানের এবং ব্যাটারির স্থায়িত্ব অন্য ফোনের তুলনায় অনেক বেশি।

‘মেক ইন বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত প্রদর্শনীটি আজ ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

টেকজুম ডটটিভি/১৮অক্টোবর/এসআর


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on আইসিটি মেলায় ওয়ালটন মোবাইলে ৫ শতাংশ ছাড় on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: