অনলাইন ডেস্ক, টেকজুম ডটটিভি// মানুষের চেহারা শনাক্ত করার প্রযুক্তি ফেসিয়াল রিকগনিশন সুবিধা এখন অনেক কিছুতেই ব্যবহার শুরু হয়েছে। এই প্রযুক্তিতে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে ওয়েব জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি এবার এই প্রযুক্তি দিয়ে পোষা প্রাণীর চেহারা শনাক্ত করার ব্যবস্থা করতে যাচ্ছে।
অ্যালফাবেট অধীনস্থ প্রতিষ্ঠানটির ছবি জমা রাখার অ্যাপ গুগল ফটোস এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে পোষা প্রাণীর চেহারা শনাক্ত করতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পোষা প্রাণীর নাম দিয়েই এই অ্যাপ সার্চ করতে পারবেন।
কুকুর আর বিড়াল- উভয় প্রাণীর ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। একজন গুগল মুখপাত্র বিজনেস ইনসাইডার-কে নিশ্চিত করে বলেছেন, এই ফিচার শুধু জাত দেখেই কুকুরগুলোকে আলাদাভাবে শনাক্ত করবে না, বরং এতে প্রতিটি চার পায়ের প্রাণী আলাদাভাবে শনাক্ত করতে সমর্থ হওয়া উচিৎ।
ব্যবহারকারীদের ছবির বিষয়ের উপর ভিত্তি করে বিশ্লেষণা করার জন্য গুগল ফটোস পরিচিত। কেউ যদি ‘বিচ বা সমুদ্র সৈকত’ লিখে সার্চ করেন তবে এটি তার ছুটির দিনের ছবিগুলো এনে দেখাবে।
পোষা প্রাণী নিয়ে সার্চ করার নতুন এই ব্যবস্থাও একই কৌশলে কাজ করবে।
গুগল ফটোস-এর সফটওয়্যার প্রকৌশলই লিলি খারেভিচ বলেন, “আমরা আশা করি এই ফিচারগুলো আপনাদের পরিবারের চার পায়ের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে সহায়তা করবে।”
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া