স্মার্টফোনের বাজারে স্মরনীয় হয়ে থাকবে ২০১৮ সাল। এর আগে কোন বছর এত ফোন বিক্রি হয়নি ভারতে। এই বছর একাধিক পুরনো ব্র্যান্ড ভারতে তাদের জমি শক্ত করেছে, একই ভাবে উঠে এসেছে নতুন ব্র্যান্ডগুলি। দিনের শেষে গ্রাহক কোন স্মার্টফোন কিনলেন সেটাই আসল।
বছর শেষে ফ্লিপকাট ২০১৮ সালের সবথেকে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকা করেছে । এই তালিকায় সারা বছরের স্মার্টফোন বিক্রি সাথেই দীপাবলীর আগে বিশেষ সেলে বিক্রি হওয়া স্মার্টফোনের সংখ্যাও জানিয়েছে ফ্লিপকাট।
দীপাবলী সেলে ফ্লিপকাট থেকে মোট ২০ লক্ষ রিয়েলমি ২ বিক্রি হয়েছে। এই সেলে বিক্রি ১০ লক্ষ্য ছাড়িয়েছে আসুস জেনফোন ম্যাক্স প্রো এম১ ফোনের।
ফ্লিপকাট জানিয়েছে ২০১৮ সালে স্মার্টফোন বিক্রিতে জনপ্রিয় ছিল মিডরেঞ্জ সেগমেন্ট। এই বছর ফ্লিপকাট থেকে সবথেকে বেশি বিক্রি হওয়া ফোনগুলি হল রিয়েলমি, আসুস জেনফোন ম্যাক্স প্রো এম১ আর হনর লাইট। বাজেট সেগমেন্টে সব থেকে বেশি বিক্রি হয়েছে রিয়েলমি সি১ ফোন।
গত কয়েক বছর ভারতে বাজারে বেশি দাপটে থাকছেও চলতি বছরে স্মার্টফোন বিক্রিতে ভারতে বেশ পিছিয়ে গেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি । চলতি বছরেই দেশটিতে শাওমির সবথেকে বেশি ফোন বিস্ফোরিত হওয়াকে কারণ হিসাবে দেখছেন অনেকেই ।
উৎসবের মরশুমে সবথেকে বেশি বিক্রি হয়েছে রিয়েলমি স্মার্টফোন। কম দামে দারুন কনফিগারেশান দিয়ে গ্রাহকের মন জিতেছে অপোর সাব ব্র্যান্ড রিয়েলমি।
The post ২০১৮ সালের বেশি বিক্রি হওয়া ফোনের তালিকা রিয়েলমি নেই শাওমি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া